বাংলাদেশের অবস্থা এখন কেমন বলে আপনি মনে করেন ?

1 Answers   8.1 K

Answered 2 years ago

মানুষ চীরদিন বাচে না। একদিন সবাইকে মরে যেতে হবে। এভাবেই, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কোন একদিন মারা যাবেন। আশা করি, তিনি দীর্ঘ জীবন লাভ করুন।

সেই সময় আওয়ামী লীগের বেহাল অবস্থা হতে পারে। কে নেতা হবে এই নিয়ে দ্বন্দ হবে। এমন এলোমেলো পরিস্থিতিতে আওয়ামী লীগ ক্ষমতা হারাবে।

তেমন পরিস্থিতি আসার আগ পর্যন্ত, যে কোন মুল্যেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা যতদিন বেচে আছেন, আওয়ামী লীগ ততদিন ক্ষমতায় থাকবে।

শেখ হাসিনা না থাকলে, আওয়ামী লীগের কেমন অবস্থা হবে?

এর উত্তরে অনেকে অনেক ধরনের গবেষনা ও বিস্তারিত আলোচনা করবে। আমি শুধু একটি কথা বলবো

এখন যারা আওয়ামী লিগের পক্ষে গলাবাজি করে বেড়াচ্ছে, তারা সবাই তখন বলবে - আমি জীবনেও আওয়ামী লীগ করিনি।


Ripon Ahmed
Ripon Ahmed
593 Points

Popular Questions