বাংলাদেশী মুসলিমরা কি আসলেই ভারতে যাচ্ছে? কেন?

1 Answers   2.4 K

Answered 1 year ago

ভারতে প্রচুর বাংলাদেশি অবৈধভাবে থাকে। এটা কোনো গুজব বা অতিরঞ্জিত কথা না। আমরা অনেক সময় মনে করি ভারতের মুসলিমরা ভারতীয় কিন্তু এই ভারতীয় মুসলিমদের মধ্যে অন্তত ৩০ শতাংশ হচ্ছে বাংলাদেশি লোকজন যারা অবৈধভাবে ভারতে বসবাস করে আসছে যুগের পর যুগ। শুধু মুসলিম না, বাংলাদেশি হিন্দু, বোদ্ধরাও ভারতে বসবাস করে আসছে যুগের পর যুগ। মূলত বাংলাদেশ নামের দেশটি থেকে কখনোই ভারতে চলে যাওয়া ঠেকানো যায় নি। ইতিহাসের বিভিন্ন সময় থেকে শুরু করে আজ অবধি এই ভারত যাত্রা চলছেই বাংলাদেশিদের। কি হিন্দু, কি মুসলিম, কি বোদ্ধ। সবাই ভারত বলতে পাগল। হিন্দুরা যায় নির্যাতিত হয়ে, মুসলিমরা যায় কাজের সন্ধানে। আমি একবার এবিপি নিউজ ইন্ডিয়ার একটা রিপোর্টে দেখেছিলাম ভারতের অনেক মুসলিম বাংলাদেশ থেকে বিভিন্ন সময় সে দেশে গিয়ে এখন ভারতীয় হয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশও হিমশিম খায় অনেক সময় বাংলাদেশিদের নিয়ে। তাদের মধ্যে দুইজনের সাক্ষাৎকারও দেখিয়েছিলো। সেটা বেশ কয়েক বছর আগের কথা। একজন নোয়াখালী থেকে গিয়েছে, একজন বরিশাল না খুলনা কোন এক জেলা থেকে গিয়েছে ভারতের রাজস্থানে। সেখানেই ছোট বেলা থেকেই আছে। এমনকি বোদ্ধ বাংলাদেশিরাও ভারতে ছুটে। দুই দিন আগের খবর এটা।
Masrafu mortoza
masrafimortoza
336 Points

Popular Questions