বাংলাদেশী পরিচয়ে পাকিস্তানের নাগরিকদের সাথে মিলেমিশে বসবাস করা শুরু করলে তারা আমাকে বিদেশী হিসেবে কতটুকু সম্মান দিবে বা পছন্দ করবে (যেমন: সেবা, সম্মান, চাকরি)?

1 Answers   11.3 K

Answered 2 years ago

আমি ব্রিটেনে মাস্টার্স করতে গিয়ে আমার ক্লাসে দুজন পাকিস্তানিকে পেয়েছিলাম। পরিচয়ের শুরুতেই এরা উষ্ণতার সাথে আমার সাথে উর্দুতে আলাপ শুরু করলে, আমি ইংরেজিতে বলেছিলাম, আমি উর্দু বুঝিনা (আসলে বুঝি। আমার বাবা পাকিস্তান আমলে করাচীতে কাজ করতেন)। তো আমার কথা শুনে, ওরা মুখে ইটস ওকে বললেও, একজন অন্যজনকে বলেছিল: আজিব আদমি, ইসকো উর্দু ক্যায়সে নেহি আতা! কণ্ঠে ছিল বিদ্রুপের সুর। যা হোক, আমি শুনেও না শোনার ভান করলাম। কোর্সওয়ার্ক করতে গিয়ে এদের একজন আমাকে মুসলিম দোহাই দিয়ে তার কোর্সওয়ার্কে হেল্প চাইল। কি হেল্প জানতে চাইলে সে যা বলল, তার মানে আমাকে তার পুরো তিন হাজার শব্দের কোর্সওয়ার্কই লিখে দিতে হয়। আমি পাত্তা না দিলে বলল, একজন মুসলিম হয়ে আরেক মুসলিম ভাইয়ের উপকার কেন আমি করছিনা। অথচ এই ছেলেকেই আমি বেশ কয়েকবার মদ খেয়ে রুম থেকে বেরুতে দেখেছি। আমাকে দেখলেই সে এমন একটা ভাব দেখাত, যেন আমি ছোট জাত আর সে সুপেরিয়র কেউ। অথচ আমি পড়তে গিয়েছিলাম স্কলারশিপ নিয়ে আর তাদের পাঞ্জাবে দোকান আছে।

মোদ্দা কথা, যদি পাকিস্তানিদের সাথে চোখে চোখ রেখে, আত্মসম্মান রেখে, নিরাপদ দূরত্ব রেখে চলতে পারেন তাহলে ওরা যে ভাবই দেখাক, দিনের শেষে আপনাকে সমীহ করবে। আর যদি আগ বাড়িয়ে, মুসলমান মুসলমান ভাই ভাই মারাতে যান, তাহলে আপনার সাথে চাকরের মতো আচরণ করবে। ভাই ভাইগিরি পরে। আগে সমানে সমানে সম্মান দেয় কিনা দেখবেন। মদের নেশা আছে কিনা দেখবেন। পাকিস্তানি এবং উত্তর ভারতীয়, এদের দুটি বিষয়ে খুব মিল। মদের নেশা এবং শ্বেতাঙ্গ নারীর সাথে শোয়া। একদম মোহগ্রস্ত থাকে এরা এই দুই বিষয়ে।

Jahidul islam
jahidulislam06
238 Points

Popular Questions