Answered 2 years ago
আজ থেকে তিনশ বছর আগে এগুলো করলে ফল হত কিন্তু বর্তমান পারমানবিক বিশ্বে তা দিয়ে কোনো লাভ হবে না।
ঔপনিবেশিক যুগে ইউরোপীয় জাতিগোষ্ঠী তাদের প্রযুক্তগত ও সাংগঠনিক শ্রেষ্ঠত্বের মাধ্যমে দূর দূরান্তে তাদের উপনিবেশ , বাণিজ্য কুঠি স্থাপন করতে পেরেছে। কিন্তু বর্তমানের দুনিয়া জাহাজের দুনিয়া আর নেই, আজ ইউরোপ সকল দিক থেকে প্রযুক্তিগতভাবে উন্নত। জাহাজ সেখানে গেলেও কোনো ধরণের অনুমতি ছাড়া সেখানে নোঙরও করতে পারবে না। আর কোনো ঝামেলা পাকাতে গেলে তো আধুনিক সমরাস্ত্র সজ্জিত যুদ্ধ জাহাজ আছেই।
এটা এখন আর কাজ করবে না। বর্তমানে কোনো দেশকে উন্নত হতে হলে ইউরোপীয় দেশ গুলোর সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা হচ্ছে মূল কাজ, তাছাড়া নিজ দেশকে লিবিয়া বা সিরিয়ার বর্তমান হালে দেখতে হতে পারে।
shezakhan publisher