Answered 2 years ago
বাংলাদেশিরা মোটেও স্বার্থপর নয়। আপনার এটি ভুল ধারণা। দুই একজনের ব্যবহারে বা কথায় আপনি কষ্ট পেয়ে সম্পূর্ণ জাতিকে দোষী সাব্যস্ত করতে পারেন না। বাংলাদেশিরা উদার এবং মহানুভব জন্যই 15 লক্ষ নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে তাদের দেশে। এত ছোট একটা দেশ যেখানে নিজেদের জনসংখ্যা ই উপচে পড়া সেখানে এত বিশাল জনগোষ্ঠী কে আশ্রয় দেওয়া মহানুভবতা ছাড়া কিছুই না। আমরা চাইলেই বিজিবি জোয়ান দের দ্বারা তাদের উল্টো নিপীড়ন করে ফেরত পাঠাতে পারতাম যেটা বিএসএফ করেছিল কিন্তু আমরা তা করি নি। এরকম আরো অনেক মহানুভবতার গল্প আছে আমাদের। আপনার মানসিকতা পরিবর্তন করুন দেখবেন জগৎ সংসার বদলে গেছে। ধন্যবাদ।
raju007 publisher