গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী সহ দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির বিস্তৃত নেটওয়ার্কের কারণে বাংলাদেশকে প্রায়শই "নদীর দেশ" বলা হয়। এই নদীগুলি দেশের ভূগোল, অর্থনীতি এবং সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য বাংলাদেশকে ১৩ শত নদীর দেশ বলা হয়।
hriyan publisher