Answered 2 years ago
মোবাইলের গতি কমে যাওয়ার অন্যতম কারন হলো RAM এর জায়গা ভর্তি হওয়া। আপনি অনেকদিন একটি মোবাইল ব্যাবহার করেন সেক্ষেত্রে অনেক অ্যাপ ইন্সটল করা হয় এবং কিছু কিছু অ্যাপ আনইন্সটল করার পরও কিছু ফাইল RAM এ থেকে যায়। এতে RAM এর জায়গা ভর্তি হয় ফলে গতি কমে যায়। এছাড়াও Internal storage এর জায়গা ভর্তি হওয়ার কারণে গতি কমে যেতে পারে। পুনরায় আপনার মোবাইলে গতি বাড়াতে চাইলে আপনার ফোন factory reset দিন।
rasheduzamansilon publisher