বলিউড চলচ্চিত্রের কোন ব্যাপারটি আপনার খারাপ লাগে?

1 Answers   3.8 K

Answered 2 years ago

ছোট বেলা থেকে এখন পর্যন্ত জীবনে প্রচুর বলিউডের মুভি দেখেছি। এখন যদিও খুব একটা দেখা হয় না।

বলিউডের চলচ্চিত্রের সবচেয়ে খারাপ লাগার বিষয়গুলো হচ্ছে —

১. এইখানে ভিলেন হিসেবে সবসময় মুসলমানদের দেখানো হয়। বোমাবাজি,মানুষ হত্যা, চাঁদাবাজি, গ্যাং-ওয়ার ইত্যাদি সকল ক্ষেত্রেই মুসলমানদের দেখানো হয়। এর ফলে সাধারণ ভারতীয়দের মনে মুসলিম সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হয়ে যায়, খুব সম্ভবত সিনেমার পরিচালকগণও এমনটিই চান।

২. অধিকাংশ বলিউডের সিনেমা গুলোতেই, মুসলমানদেরকে বিভিন্ন মাজার পূজা করতে দেখা যায়। কিন্তু আমরা জানি, ইসলাম ধর্মে মাজার পূজা হচ্ছে শিরক।

মুসলমানদেরকে এইভাবে মাজার পূজা করতে দেখে অধিকাংশ দর্শকেরাই মনে করে থাকবেন যে, সকল মুসলিমরা বুঝি এভাবে মাজার পূজা করে থাকে।


Aabonti
aabonti
320 Points

Popular Questions