বর্তমান সরকারের আমলে বিভিন্ন কারণে ভারতীয় গণতন্ত্রের সূতিকাগার সংসদ ভবন কি তার গরিমা ক্রমশ হারাচ্ছে? এই নিয়ে আপনার মতামত কী?

1 Answers   12.5 K

Answered 2 years ago

যেখানে ২০১৯ সালে বর্তমান শাসকদল একাই ৩০৩ সিট দখল করে ক্ষমতার ঔদ্ধত্য প্রদর্শন করে তখন সে ভারতীয় গনতন্ত্রের সূতিকাগার সংসদ ভবনকেই শুধু নয় দেশের আইনব্যবস্থাকেও পদে পদে চ্যালেঞ্জ জানাচ্ছে। যেখানে সরকারের প্রতি বিরোধীদের অনাস্থা যে এক হাস্যকর প্রহসনের পর্যায়ে নেমে এসেছে।
Kani Khatun
Kani
240 Points

Popular Questions