বর্তমান সময়ে কোন একটা দক্ষতা সবার জানা থাকা দরকার এবং কেন?

1 Answers   7.2 K

Answered 2 years ago

অতীতেও এই দক্ষতার কদর ছিল বর্তমানে তো আছেই এবং ভবিষ্যতেও এই দক্ষতার কদর দিন দিন আরো বৃদ্ধি পেতে থাকবে।


সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক ভাবে উপস্থাপনা করার মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারবেন।


ধরুন আপনি একজন ক্রিকেটার হতে চাচ্ছেন। এখন কোন সময়ে, কোন জায়গায়, কিভাবে আপনাকে উপস্থাপন করতে হবে এবং কি উপস্থাপন করতে হবে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার লক্ষ্যে আপনি খুবই তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন।


উপস্থাপন করার দক্ষতা বৃদ্ধি করার জন্য আপনাকে জানতে হবে -


ভাল যোগাযোগ করার ক্ষমতা

ভালোভাবে কোন বিষয়কে শুনার এবং বোঝার ক্ষমতা

সময় ব্যবস্থাপনার ক্ষমতা

সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা

খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান করার ক্ষমতা ইত্যাদি

আর খুব তাড়াতাড়ি বর্তমান সময়ে সফল হতে হলে, আপনি ৩ ভাবে আপনার উপস্থাপনের দক্ষতা কে পুরো পৃথিবীর সামনে প্রকাশ করতে পারেন। সে তিনটি ভাগ হচ্ছে:


ভিডিওর মাধ্যমে 📽️

কোন অডিওর মাধ্যমে 🎙️

লিখিত আকারে 📝

ধরুন আপনি ভাল রান্না করতে পারেন। আপনার এই রান্না করার দক্ষতাটা কে যদি ভালো ভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে আপনি কাঙ্খিত ফলাফল পাবেন না।


এখন আপনার এই রান্না করার দক্ষতা টাকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে পারেন, বা কোনো অডিও আকারে উপস্থাপন করতে পারেন অথবা লিখিত আকারে উপস্থাপন করতে পারেন।


আর সাথে সাথে আপনাকে এটাও জানতে হবে কখন কোথায় কিভাবে উপস্থাপন করতে হয়?


একটা কথা সবসময় মনে রাখবেন মানুষ দুই ভাবে সফল হয়। একটি হচ্ছে তার ট্যালেন্ট এর মাধ্যমে আরেকটি হচ্ছে তার স্কিল তৈরি করে সেটাকে প্রকাশ করার মাধ্যমে।


ট্যালেন্ট - মানুষ জন্মগতভাবে পেয়ে যায়।

স্কিল - মানুষ সময়ের সাথে সাথে শিখে পেয়ে যায়।

তাই আপনার ভিতরে যদি উপস্থাপন করার ট্যালেন্ট না থাকে তাহলে আপনি সেই স্কিলটাকে শিখতে পারবেন। এর জন্য আপনাকে জানতে হবে কিভাবে এই স্কিলটিকে শিখতে হয়।


চিরন্তন সত্য বাণী:


“এতদিন যা করে আসতেছেন সেটাই যদি আপনি করে যেতে থাকেন তাহলে আপনি এতদিন যা পেয়ে আসতেছেন সেটাই পাবেন, আপনাকে নতুন অনেক বড় কিছু পেতে হলে অবশ্যই নতুন কিছু শেখার জন্য আগ্রহী হয়ে সেটাকে শিখতে হবে”


আমার পোস্টগুলো ভালো লাগলে আমাকে অনুসরণ করুন এতে আপনি আমার করা পোস্টগুলোতে নিয়মিত পেয়ে যাবেন এবং যদি মনে করে থাকেন আমার এই পোস্টগুলো আপনার অনেক উপকার করেছে।


তাহলে আমার একটি অনুরোধ, আমার পোষ্ট গুলোকে শেয়ার করুন যাতে সবাই এই পোস্টগুলো পেতে পারে এবং তার জীবনে একটু হলেও পরিবর্তন হতে পারে।


একটি করে পোস্ট চিন্তা করে লিখতে অনেক কষ্ট হয়, তাই Upvote 👍 করে আমাকে উৎসাহিত করুন যাতে পরবর্তীতে এই ধরনের আরো জীবন পরিবর্তনকারী পোস্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।


Surovi Islam
Suroviislam
408 Points

Popular Questions