Answered 2 years ago
এই প্রশ্নটা কমবেশি সবার মনেই জাগতে পারে. এটাই স্বাভাবিক। কম্পিউটারের ফ্লাশ যেমন কম্পিউটার নিজেই দিতে পারে (উইন্ডোজ, লিনাক্স, হ্যাকিন্টশ) তাহলে মোবাইলের বেলায় কেন নয়! -হ্যাঁ রুট ফোনেও এমনটা করা যায়। টিডব্লিউআরপি (TWRP Recovery) দিয়ে ব্যাকআপ রাখা স্টক রম ফ্ল্যাশ করা যায়। কিন্তু যেমনটা বলছেন. সেটা এখনো পর্যন্ত সম্ভব নাহ!
-একটা অ্যান্ড্রয়েড ফোন ফ্ল্যাশ করতে
ডাটা কেবল —ডিভাইস কানেক্ট করার জন্য। আর স্টক রম -ফ্লাশ ফাইল ডাউনলোড। (এই দুটো কাজ মোবাইল দিয়ে করা যায়)
সবশেষে একটা ফ্লাশ টুল লাগে। (Sp flash, Odin etc) —মূলত এই অ্যাপ্লিকেশন গুলোর কাজ হচ্ছে নির্দিষ্ট ডিরেক্টরীতে ফ্লাশ ফাইল-টা এক্সট্রাক্ট করা। আর এখানেই মূলত প্রধান সমস্যাটা।
ফ্লাশ ফাইল এক্সট্রাক্ট করার মতো টুলস/অ্যাপ্লিকেশন এখনো মোবাইলের উপযোগী করে তৈরি হয়নি। তবে অদূর ভবিষ্যতে আশা করা যায়।
rahdulislam publisher