বর্তমান সময়ে শিক্ষার্থীরা জিপিএ ফাইভ, এ+‌‌ পেলে অভিভাবক খুশি হয়। দাদা-নানাদের সময় এ+, জিপিএ ফাইভ-এর প্রতিযোগিতা কতটুকু ছিল ও ঐ সময়ে এই দেশের শিক্ষাব্যবস্থা কীরকম ছিল?

1 Answers   10.1 K

Answered 2 years ago

যাইহোক আমি এপর্যন্ত ৪ টা পাবলিক পরীক্ষা দিছি, আর জানি যে এসব জিপিএ পুরো ফালতু একটা জিনিস। এসএসসি পরীক্ষায় আমার পাশে বসে একজন পুরো ১০০% কপি ( আমি একটুও বাড়িয়ে বলছি না) করে জিপিএ ৫ পেয়েছে। যারা নিজেদের যোগ্যতায় জিপিএ৫ পেয়েছে তারা জানে যে বেশিরভাগ জিপিএ ৫ দারীরাই অযোগ্য। আমাদের কলেজের পরীক্ষায় ৮০% ই একটা না একটা সাবজেক্ট এ ফেল করতো সেই স্টুডেন্টরাই এইচএসসি দিয়ে ১২৬১ জনের মধ্যে ১২৫৪ জন জিপিএ৫। বাহ!

যাইহোক সরকার বেশি জিপিএ ৫ দেখাচ্ছে, শিক্ষার উন্নয়ন দেখাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এ জন্য আমাদের এ বছর ১ লাখ ৯০ হাজার জিপিএ ৫ পেয়েছে, কিন্তু পাবলিক ভার্সিটিতে সিটই মাত্র ৫০০০০ প্রায়।

Azhar Ali
Azhar Ali
568 Points

Popular Questions