Answered 2 years ago
এই বাজেটে সবচেয়ে ভালো হতো Huawei কিনলে কিন্তু তাতে তো গুগল সার্ভিস নেই এখন।
Samsung: লো বাজেটে স্যামসাং খুবই খারাপ। প্রসেসর এবং বিল্ড কোয়ালিটি ভাল না।
Xiaomi: MIUI এর কথা আর কি বলবো যে ব্যাবহার করেছে শুধু সেই জানে এইটা কত পেরাদায়ক। প্রতিটা আপডেটের আগে বুকে কাপন ধরে যায়
OPPO/VIVO: দাম অনুযায়ী আহামরি কনফিগারেশন না দিলেও দীর্ঘদিন ব্যাবহারের জন্য অপো বা ভিভোর ফোনগুলো বেশ ভালই হয়,তবে ভালো প্রসেসর কম্প্রোমাইজ করতে হবে।
Infinix/Tecno: এদের ফোনগুলো ভালই তবে UI এখনও আপগ্রেড করা প্রয়োজন। প্রচুর ফিচার থাকলেও দেখতে সস্তা সস্তা লাগে এর সফটওয়্যার।
Motorola: এদের ফোন ভারতে বেশ ভ্যালু ফর মানি হয়, স্টক অ্যান্ড্রয়েড তাই সফটওয়্যার এক্সপেরিয়েন্স বেশ ভালো। তবে দুঃখজনক ব্যাপার বাংলাদেশে এদের ফোনগুলো তেমন পাওয়া যায় না আর বেশি দামে লঞ্চ হয়।
Realme: বর্তমানে Realme বাংলাদেশে স্মার্টফোন বিক্রির দিক থেকে ১ নম্বরে আছে। আমার নিজের ফোনটিও রিয়েলমির। দাম অনুযায়ী ভালো হার্ডওয়্যার এবং স্ট্যাবল সফটাওয়ারের কারণে আমার মতে রিয়েলমীর ফোনগুলো এত জনপ্রিয়।
এখন আপনার পছন্দ আপনি কি চান।
ahmedhelin publisher