Answered 2 years ago
কিছুদিন আগে পাকিস্তানের ক্লাস নাইনের পাকিস্তান স্টাডিজ এর বই দেখছিলাম সেই বইতে লেখা আছে ভারতের ষড়যন্ত্র , তৎকালীন পূর্ববঙ্গের কিছু হিন্দু শিক্ষকদের প্রভাব ইত্যাদি ইত্যাদি উদ্ভট উদ্ভট কথা বলে দায়ী করা হয়েছে। কোথাও সেই অমানবিক নরসংহার এর একবিন্দুও লেখা নেই। অর্থাৎ নিজেদের ছোটদের নিজেদের কীর্তিকাহিনী বলতে লজ্জা পায়
afrojasultana publisher