Answered 2 years ago
সবচেয়ে লাভজনক ব্যবসা বলে কিছু থাকলে সবাই সেটায় হুমড়ি খেত। অন্য ব্যবসা বলে কিছু থাকতো না। এমনকি বর্তমানের অপেক্ষাকৃত লাভজনক ব্যবসা অদূর ভবিষ্যতে ঝুঁকির কারণ হতে পারে।যেমন অনেকেই বাংলাদেশে ইকমার্স ব্যবসার মুলে থেকে সরে গিয়ে অধিক লাভের জন্য রিসেলার হয়েছেন এবং পঞ্জি স্কিমের কাছে আম ছালা দুটোই হারিয়েছেন। অনেকে হালের ক্রিপ্টোকারেন্সী কিনেও ধরা খেয়েছেন china তে তা ব্যান করার পরে। আর যদি ট্র্যাডিশনাল বিজনেসের দিকে তাকান, অঞ্চল, সময় এবং কাষ্টমার ভেদে একেক ধরনের ব্যবসা অধিক লাভজনক হতে পারে।
আমরা জাতি হিসেবে একটু কম সময়ে এবং চেষ্টায় অধিক লাভের স্বপ্ন দেখি। যদিও একটা বিজনেসের মূল মন্ত্রই হচ্ছে কোনো মানুষ বা জনগোষ্ঠীর কোনো নির্দিষ্ট সমস্যা সমাধান করা এবং তাদের জীবনে নতুন কোনো মাত্রা যোগ করা যা জীবনকে উন্নত করবে। এই দুটো ভিত্তির উপর দাঁড়িয়ে যেকোনো ব্যবসাকেই লাভজনক করা যায়।
যাই হোক, প্রাচীনকাল থেকেই সবচেয়ে লাভজনক ব্যবসার মধ্যে একটা হলো কমিশনভোগ অথবা দালালি। কোনো ইনভেস্টমেন্ট ছাড়া ম্যাচমেকিং এ সফল হলে, সল্প থেকে অধিক লাভ করা খুবই সম্ভব। যদিও আপনাকে সঠিক ভাবে দুটো পার্টির স্বার্থ বজায় রেখে কমিশন নিতে হবে, যা দুজনেই মনে করে তাদের জন্য সঠিক ডিল। ধন্যবাদ।
rakibafsar publisher