বর্তমানে বাংলাদেশ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ কী? কারা এর জন্য দায়ী? কিভাবে দ্রব্যমূল্য আবার স্বাভাবিক করা যাবে?

1 Answers   10.2 K

Answered 1 year ago

বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে অনেকগুলো কারন রয়েছে। একক কোন কারণ বা একক কোনো ব্যক্তি দায়ী নয় বলে আমার মনেহয়। আমার মতে দ্রব্য মূল্য বৃদ্ধিতে নিম্নোক্ত বিষয়গুলো প্রধন ভূমিকা পালন করছে: ১. বৈশ্বিক প্রভাব: বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্য শুধু বাংলাদেশেই বৃদ্ধি পায়নি বরং সারা বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে। তাছাড়া করোনা মহামারীর ধকল বিশ্ব এখনো সেভাবে কাটিয়ে উঠতে পারেনি। ২. অতিরিক্ত আমদানি নির্ভরতা : আমাদের বাংলাদেশ এখন আগের তুলনায় অনেক উন্নত। নিত্যপ্রয়োজনীয় অনেককিছুই এখন আমাদের দেশে উৎপাদন করা সম্ভব। কিন্তু তবুও আমরা যেন অন্যের উপর নির্ভরশীল থাকতেই বেশি পছন্দ করি। বিশেষ করে কৃষি পন্য। যেমন ভারত যদি আজকেই বলে পেয়াজ রপ্তানি বন্ধ কালকেই বাজারে পেয়াজের দাম দ্বিগুণ হয়ে যায়। অথচ আমরা ইচ্ছে করলেই সহজে বাড়ির আশপাশে অল্প পরিমাণে পেয়াজ চাষ করলেই অন্যের উপর নির্ভর করতে হয়না। ৩. ব্যবসায়ীদের অতিরিক্ত মূনাফার লোভ: আমাদের দেশের ব্যবসা বর্তমানে আর ব্যবসার পর্যায়ে নেই। অনেকক্ষেত্রে তা ডাকাতির পর্যায়ে চলে গেছে। কিছু পন্যের মূল্য তারা ইচ্ছা মত বৃদ্ধি করছে। যেমন আমরা পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষ করলে দেখি যে, রমজান মাস উপলক্ষে বিভিন্ন দ্রব্যের মূল্য কমে। কিন্তু দুঃখের বিষয় মুসলিম প্রধান দেশ হওয়া সত্বেও প্রতিবার রমজান মাসে আমাদের দেশে সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। ৪. সিন্ডিকেট : দ্রব্য মূল্য হ্রাস-বৃদ্ধিতে সিন্ডিকেটের ভূমিকা অপরিসীম। সিন্ডিকেটকারীরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তাদের ইচ্ছে মত দ্রব্যমূল্য বৃদ্ধি করছে। আবার সিন্ডিকেটের কারণেই কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায়না। ৫. বাজার মনিটরিং এর অভাব: বাজার নিয়মিত মনিটরিংয়ের অভাবে বিক্রেতাগণ তাদের খেয়াল খুশিমত পন্যের দাম বৃদ্ধি করছে। যেমন ঢাকায় কাঁচা মরিচের কেজি ৬০০-৭০০ টাকা কেজি। অথচ কৃষক এখনো মরিচ বিক্রি করে ১৫০-২০০ টাকা কেজি দরে। দ্রব্য মূল্য স্বাভাবিক করার জন্য সরকারকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। দুর্নীতির ন্যায় সিন্ডিকেটের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি অনুসরন করতে হবে। বাজার মনিটরিং জোরদার করতে হবে। সেইসাথে আমদানি নির্ভরতা কমানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অবশ্য কৃষি ক্ষেত্রে সরকারের বিভিন্ন সহযোগিতার কারনে কৃষি উৎপাদন পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। সেইসাথে আমাদের সবাইকেও এগিয়ে আসতে হবে। সাশ্রয়ী হতে হবে। নিজেকে মানিয়ে নিতে হবে পরিস্থিতির সাথে। বি:দ্র: এগুলো আমার একান্ত ব্যক্তিগত মতামত। অনেকর দ্বিমত থাকতে পারে।
Tusfi Tasnim
tusfitasnim
285 Points

Popular Questions