বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ধনী কে?

1 Answers   10.9 K

Answered 3 years ago

সালমান এফ রহমান। প্রায় সতেরো হাজার কোটি টাকার মালিক তিনি। বর্তমান সরকারের বাণিজ্য উপদেষ্টা। বেক্সিমকো গ্রুপ এর কর্ণধার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর স্বত্বাধিকারী। আর বাংলাদেশের ধনী ব্যাক্তিদের তালিকা জানতে আরও জানুন বসুন্ধরা গ্রুপ (সায়েম সোবহান), হা মীম গ্রুপ(এ কে আজাদ) যমুনা গ্রুপ(বাবুল ইসলাম) ,স্কয়ার গ্রুপ( স্যামসন চৌধুরী), প্রাণ-আরএফএল গ্রুপ( আমজাদ হোসেন), পিএইচপি গ্রুপ (সুফি মিজানুর রহমান) প্রভৃতি সম্পর্কে।


Maruf Alam
Maruf Alam
653 Points

Popular Questions