Answered 2 years ago
বর্ণ বা রঙ কি এই ব্যাপারটা আগে আপনাকে বুঝতে হবে। বর্ণ বা রঙ হলো নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বিভিন্ন ধরনের রঙের তরঙ্গদৈর্ঘ্য বিভিন্নরকম। তরঙ্গ ব্যাপারটা যদি আপনি না বুঝে থাকেন তাহলে সহজে বলতে গেলে নদীতে যে ঢেউ খেলে যায় সেটাই তরঙ্গ। এমন ঢেউ এর মাধ্যমেই আলো চলে। আলো হলো এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং এই আলোর কারণেই রঙের ব্যাপার আসে। আলোর বিভিন্ন ধরনের তরঙ্গদৈর্ঘ্য হয়। আলোর ভিতর সাধারণত সাতটি রঙ থাকে। সেই সাতটি রঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের কিছু তরঙ্গদৈর্ঘ্য কোনো বস্তু শোষণ করে, আবার কোনোটি বিকিরণ করে, যে তরঙ্গদৈর্ঘ্যটি বিকিরণ করে সেটাই আমাদের চোখে রঙ হিসেবে ধরা দেয়। বর্ণ মূলত সাত প্রকার, তবে এই বাদেও বর্ণকে মৌলিক ও যৌগিক হিসেবেও ভাগ করা যায়।
romzanreza publisher