বরফের একটি অক্সিজেন পরমাণুতে কয়টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান?

1 Answers   4.6 K

Answered 2 years ago

প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রথমে আমরা দেখে নিই, বরফ কী। পানিকে শীতল করলে পানির অণুগুলো পরস্পর হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে বরফ গঠন করে। একটি বরফ খণ্ড অনেকগুলো পানির অণু দিয়ে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। পানিতে একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। কিন্তু বরফখণ্ডে একটি অক্সিজেন পরমাণুর চারিদিকে চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে কিছুটা বিকৃত চতুস্তলকীয়(Distorted Tetrahedral) ভাবে অবস্থান করে। সমযোজী বন্ধনে যুক্ত হাইড্রোজেন পরমাণুদ্বয় হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হাইড্রোজেন পরমাণু অপেক্ষা অক্সিজেন হতে কিছুটা দূরে অবস্থান করে। হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হাইড্রোজেন পরমাণু অন্য একটি পানির অণুর অংশ। এখানে দেখা যায়, প্রতিটি পানির অংশ অন্য চারটি পানির অনুর অংশের সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এভাবে একটি বরফের অনু গড়ে ‍ওঠে। বরফের গঠন চিত্রে দেখানো হয়েছে।


Jamal Ahsan
Jamal Ahsan
530 Points

Popular Questions