বয়েলের সূত্রের P বনাম V গ্রাফটি কেমন অধিবৃত্তাকার হয় ?

1 Answers   9.9 K

Answered 3 years ago

ওহম বলে এক ব্যাক্তি একটা কন্ডাক্টর এর মধ্যে যে কারেন্ট ফ্লো করে তার সাথে বিভব পার্থক্যের সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করলেন।

উপাদান , উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন কন্ডাক্টরের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ (I) ওই কন্ডাক্টরের দুই প্রান্তের বিভব পার্থক্যের (Va - Vb) সমানুপাতিক।

গাণিতিক রূপে লিখলে,

(Va -Vb) proportional to I

=> V proportional to I ( let Va- Vb= V)

=> V= RI

এখানে R হলো ধ্রুবক বা proportionality constant।

কোনো নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে উক্ত কন্ডিশন গুলো অপরিবর্তিত থাকলে R এর মান নির্দিষ্ট থাকে।

সুতরাং এখানে R দিয়ে গুণ করা হয়েছে।

আর আপনার সমীকরনের ক্ষেত্রে 1/R দ্বারা গুন করা হয়েছে।

আপনার প্রশ্ন থাকতে পারে, কোন ক্ষেত্রে V= RI

এবং কোন ক্ষেত্রে I= V/R লিখি।

গাণিতিক ভাবে ব্যাপার টা একই রকম হলে ও আমরা দুটোর ফিজিক্যাল মিনিং আলাদা বুঝি।

প্রথম টা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস এবং দ্বিতীয়টা কারেন্ট কন্ট্রোল ডিভাইস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেনো করা হয় সে না হয় পরে কখনো আলোচনা করা যাবে।


Shikha Khatun
shikhakhatun
234 Points

Popular Questions