Answered 2 years ago
কি দরকার বন্ধু কে ফেরানোর, নিয়ে নিন তাকে
অবাক হবেন না ! এই কৌশল আমি নিজেও এপ্লাই করেছি। বন্ধুর সাথে চুক্তি করে নিন তিনমাস বা ৬ মাসের৷ এ সময়ে তাকে আপনি প্রতিমাসের মুনাফা থেকে তার দেয়া টাকা অনুযায়ী ৫% বা ১০% মুনাফা দিবেন। নির্দিষ্ট সময় শেষে নতুন করে চুক্তি হবে। ব্যস, বন্ধু ও খুশি আপনিও টাকা পেয়ে গেলেন। ২০ হাজার টাকা ধার নিবেন যেহেতু, মাসে ২-১ হাজার টাকা প্রফিট দিতে নিশ্চয় সমস্যা হবেনা। নির্দিষ্ট সময় শেষে ভালো লাগলে চুক্তি নবায়ন করুন, দরকার হলে একই চুক্তিতে নতুন করে আরও টাকা নিন, অথবা কোন একটা কারণ দেখিয়ে চুক্তি বাতিল করে মূল টাকা ফেরত দিয়ে দিন। সমস্যা শেষ
mahirkhan publisher