বডিবিল্ডার জাহিদ সম্পর্কে কিছু বলবেন?

1 Answers   13.3 K

Answered 2 years ago

বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে বডি বিল্ডিং প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। সেখানে বিচারকরা জাহিদ হাসান শুভকে দ্বিতীয় বলে ঘোষণা করেন। তার পর শুভর হাতে ব্লেন্ডার ধরিয়ে দেন দ্বিতীয় পুরস্কার হিসেবে। হতাশায়, রাগে গজগজ করছিলেন শুভ। শেষমেষ বিস্ফোরণ ঘটিয়ে ফেললেন।

এমনটা অনেকের সঙ্গেই হয়তো হয়! কোনও একটা প্রতিযোগিতায় কেউ কেউ রাজনীতির শিকার হন। সেটা তাঁরা বুঝতে পারেন, তবুও কিছুই করার থাকে না। তখন চুপচাপ মাথা নিচু করে ফিরে আসতে হয়। সব জেনে-বুঝেও সাহসী প্রতিবাদ করার সাহস সবাই দেখাতে পারেন না। শুভ দেখিয়েছেন। দুর্নীতির মুখে কষিয়ে লাথি মেরে।

শুভ লাথি মেরে দ্বিতীয় পুরস্কার হিসেবে পাওয়া ব্লেন্ডারের প্যাকেট হাওয়াড় উড়িয়ে দিয়েছেন। বিচারকদের সামনে উন্মত্ত হয়ে জাহির করেছেন তাঁর হতাশা। বুঝিয়ে দিয়েছেন, এমন ফেডারশন, এমন বিচারকের তোয়াক্কা তিনি করেন না। দুর্নীতির বিরুদ্ধে তিনি আপোস করেন না। এমন শুভ বাংলাদেশে জন্মায়। সারা বিশ্বে কি জন্মায়?

যদিও শুভর এমন কীর্তি নিয়ে অনেকে সমালোচনা করেছেন। তবে শুভ বলছেন, 'ওরা চুরি করবে। সেটা ধরিয়ে দিলেই ব্যান করে দেবে। যা করেছি বেশ করেছি। বুঝেশুনেই করেছি। চোরের মুখে লাথি দিয়েছি। দুর্নীতির মুখে লাথি দিয়েছি। ওরা লোকদেখানো জাজমেন্ট দিয়ে আমাকে দ্বিতীয় করেছে। আমার বডি কন্ডিশন হিসেব করলে কোনোভাবেই সেকেন্ড হওয়ার কথা নয়।'

Masum
Masum
291 Points

Popular Questions