বড় ব্যবসায়ীরা কিভাবে তাদের লেনদেনের হিসাব রাখে?

1 Answers   8 K

Answered 2 years ago

ব্যবসা যখন প্রাথমিক অবস্থায় তুলনামূলক ছোট থাকে তখন MS Execl, Tally, Busy এই সমস্ত software ব্যবহার করা হয় হিসেব রাখার জন্য। আস্তে আস্তে ব্যবসা বড় হতে শুরু করলে তখন CRM software হিসেবে German based software SAP এবং তার ভারতীয় ভাই Gamut Info systems (P) Ltd এর তৈরি Farvision নামে customized ERP Software ইত্যাদি। যেখানে শুধু Accounting ই নয় বরং Material Management , HR & Payroll Management অনায়াসেই করা যায়।

যেখান থেকে data analytics এর মাধ্যমে management কোনও পণ্যের আগাম চাহিদা সম্পর্কে আভাষ পেতে পারেন এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন।

এসব CRM software গুলো তুলনায় বেশ দামী হলেও অনেক বেশী Data Security প্রদান করে।

Taya Mosciski
Anower
207 Points

Popular Questions