Answered 3 years ago
প্রথমেই ১ টি তথ্য দিয়ে শুরু করি এ বছর ভারতের UPSC(বাংলাদেশের BCS এর মতো)পরীক্ষায় ৫৬০+ উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫/৬ জন মাত্র বাঙালি।
ভারতীয় ক্রিকেট দলে বাঙালি ক্রিকেটার দোওয়া হয় না,এটা তাদের দীর্ঘদিনের অভিযোগ।
কলকাতার মতো শহরে ৪০ ভাগের ওপর অবাঙালির বসবাস।তারা শহরের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে।
সর্বভারতীয় স্তরে দিনদিন গুরুত্ব হারাচ্ছে পশ্চিম বাংলার বাঙালির। দেশভাগের সময় সবচেয়ে বেশি উন্নত রাজ্য হলেও এখন তাদোর ঐতিহাসিক গুরুত্ব হারাচ্ছে।
দেশভাগ না হলে আমরা এরকম অসুবিধা ভোগ করতাম।আমরা স্বাধীন দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারতাম না।বাংলাদেশ নামের এই ভূখন্ড কেউ চিনত না।
অপর পক্ষে ভারতের পশ্চিম বাংলার বাঙালিরাও অনেক সুবিধা পাচ্ছে বলে আমি মনে করি।
ভালো থাকুক দুই বাংলা।
abbas publisher