Answered 2 years ago
" সকালে একটা ফোন বাজল ৷ পনেরো আগস্ট সকালবেলা । ফোনের আওয়াজটা আমার মনে হয় , এত কর্কশ ফোনের আওয়াজ আমি জীবনে শুনিনি ৷ আমরা যে রুমে ছিলাম , ও (ওয়াজেদ মিয়া) নেমে গেছে । ঠিক সে সময় ফোন ৷ হোস্ট ফোনটা ধরলেন ৷ তারপর আমাকে বললেন , তোমার হাসবেন্ডকে ডাকো ৷ আমি বললাম , কেন কী হয়েছে আমাকে বলেন ৷ বলল , না ৷ তাকে ডাকো ৷ তখন শুনলাম দেশে ক্যু হয়েছে । ক্যু হয়েছে শুনে আমি বললাম , তাহলে তো কেউ আমাদের বেঁচে নেই । ঠিক এইটুকু আমার মুখ থেকে এলো ৷ তার পর থেকে যে কোনো ফোন বাজলেই খুব হঠাৎ বুকের ভেতরে কেমন যেন করে উঠত ৷ কেমন যেন অন্যরকম কষ্ট ৷ ফোনের আওয়াজটাই সহ্য করতে পারতাম না"|
bivorshaim publisher