Answered 2 years ago
কল্পনা করুন শেখ হাসিনা কে ক্যু করে কেউ করে ফেলল । তখন কি তাকে বাহবা দিবেন নাকি খুনী ,প্রতারক বলবেন ।
তার চেয়ে কয়েকশ গুন অপকর্ম তিনি করেছিলেন ।
সারাজীবন তিনি সংসদীয় গণতন্ত্রের জন্য দৌড় ঝাপ করেছেন , জেল খেটেছেন ।
অথচ সেই তিনি রাষ্ট্রপতি শাসন জারি করেন ।
সারাজীবন যিনি গণতন্ত্রের বুলি আওড়িয়েছেন , তিনি শেষ পর্যন্ত একদলীয় বাকশাল কায়েম করেন ।
চারটি জাতীয় পত্রিকা ছাড়া সমস্ত পত্রিকা জাতীয়করন করেন ।
বাপের বড় মানুষকেও তিনি তুই তুকারি করতেন ।
জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে ১৯৭৫ সালের ২৫ শে জানুয়ারী সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করেন ।
প্রশ্ন হচ্ছে জনগণ কি রক্ত দিয়ে স্বাধীন তার রাজভংশ প্রতিষ্ঠার জন্য নাকি গণতন্ত্রের জন্য ।
এভাবেই তিনি জনতার সাথে বিশ্বাসঘাতকতা করার মাধ্যমে নিজের হত্যার প্লট তিনি নিজেই প্রস্তুত করেছিলেন ।
অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল তাজউদ্দিনের মত জনপ্রিয় নেতা দল ত্যাগ করে চলে যান ।
তিনি এত জনপ্রিয় ছিলেন যে ,তার মৃত্যুর পর ঢাকা শহরের মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছিল ।
bappyadnan publisher