'বক্স অফিস'-এর মানে কী?

1 Answers   13.4 K

Answered 2 years ago

‘বক্স অফিস’ কথাটি কী অর্থে ব্যবহার করা হয় সেটা জানলেও এই শব্দবন্ধ প্রয়োগের সঠিক কারণ জানা ছিল না। খোঁজখবর করতে গিয়ে কিছু অজানা তথ্য জানা হল। সেটাই এখানে শেয়ার করছি।

প্রকৃত অর্থ

বক্স অফিসের অন্য অর্থ হল টিকিট ঘর। সেটি এমন একটি স্থান যেখান থেকে দর্শক বা শ্রোতাদের কাছে কোনও অনুষ্ঠানে প্রবেশাধিকারের জন্য অনুমতিপত্র বা টিকিট বিক্রি করা হয়ে থাকে। এই টিকিট ঘর সম্পর্কে সম্ভবত আমাদের সকলেরই অভিজ্ঞতা আছে। তবে চলচ্চিত্রেরও আগে থিয়েটার মালিকপক্ষ অথবা লগ্নিকারীরা প্রথম এই বক্স অফিসের প্রবর্তন করেন। ভেবে দেখুন, এই অফিসে দেওয়াল ঘেরা কাউন্টারে বসে একটি সরু ফুটো বা গর্তের মাধ্যমে টিকিট সংক্রান্ত লেনদেন করা হয়।

বর্তমান প্রয়োগ

চলচ্চিত্র শিল্পে ‘বক্স অফিস’ কথাটি ভিন্নতর অর্থ বহন করে আনে। একটি চলচ্চিত্র কি পরিমাণ ব্যবসা করেছে ‘বক্স অফিস’-এর সাহায্যে তার পরিমাপ করা হয়। যেহেতু এই শিল্পে ব্যবসা মানে কত টিকিট বিক্রি হয়েছে সেটাই প্রধান তাই ‘বক্স অফিস’ বলতে মোট টিকিট বিক্রির পরিমাণ অথবা টিকিট বিক্রির মাধ্যমে প্রাপ্ত সমুদয় অর্থকে ধরা হয়। তাই কোনও চলচ্চিত্রের ক্ষেত্রে ‘বক্স অফিস হিট’ বললে বুঝতে হবে, ভাল পরিমাণ ব্যবসা হয়েছে। অপর পক্ষে ‘বক্স অফিস ফ্লপ’ বললে বোঝা যাবে চলচ্চিত্রটি আশানুরূপ ব্যবসা করতে পারেনি।

প্রথম ব্যবহার

‘বক্স অফিস’ শব্দটি প্রথমবারের মতো ব্যবহার করা হয় ১৭৮৬ সালে। সম্ভবত ১৯০৪ সালে প্রথম শব্দটির সঙ্গে ‘মোট বিক্রির’ ধারণা জড়িয়ে যায়।

karshed Ahmed
karshedahmed
212 Points

Popular Questions