বক্সখাটের বক্সে কী কী জিনিস রাখা উচিত নয়? কারণ-সহ বলতে পারেন কি?

1 Answers   13.5 K

Answered 2 years ago

পেঁয়াজ সহ আরো নানা শুকনা বাট তরকারি টাইপ জিনিস রাখি। শুনতে একটু odd শুনা গেলেও ঢাকা শহরে জায়গার অভাব এর জন্য আমরা এই খাটের নিচের অব্যবহৃত জায়গাকে ব্যবহার করে থাকি। তো এই আলু পেঁয়াজ হচ্ছে পচনশীল পন্য। আর এইগুলার জন্য আলো বাতাসের ও প্রয়োজন হয়। তো জানি যে বক্স খাটের বক্সে কেউ এইটা রাখবে না । তার পরেও যদি ভুলে রেখে দেয় তাহলে বদ্ধ জায়গায় পচে যাওয়ার পসিবিলিটি থাকে।

ভেজা কাপড়চোপড় - ভেজা জিনিস কখনোই বদ্ধ জায়গায় রাখা উচিত না। এতে করে সেই কাপড় থেকে বোটকা একটা স্মেল হয় এবং পুরো জায়গা কে শেতশেতে (বানান ভুল হতে পারে) বানিয়ে ফেলতে পারে। তাই ভেজা জামা কাপড় রাখা উচিত নয়।

খাবার দাবার - কেনো বললাম জানি না। কেউ হয়তো রাখে ও না। বাট প্রশ্নকর্তা এর ডিমান্ড এর জন্য বললাম আর কি। হাহা।

টাকা পয়সা - আপনার যদি প্রচুর টাকা পয়সা থাকে যা কিনা ব্যাংক এ রাখার জায়গা নেই, বা বলতে গেলে কালো টাকা। তাহলে এইখানে না রাখাই বেটার। কারণ এইটা কমন প্লেস। একবার raid হলে সবার আগে লোকেরা খাট কেই সার্চ করে থাকে। তো সহজেই আপনার টাকা পেয়ে যাবে ।

আপাদত আর কিছু মনে পরছে না। সে জন্যে দুঃখিত।


Neha Khatun
Neha Khatun
559 Points

Popular Questions