Answered 2 years ago
আপনার বিবাহিতজীবনের বয়স কত? যদি পাঁচ বছরের উপরে হয়, তাহলে 'সারপ্রাইজ' ব্যাপারটা বাদ দিন। একটা ভাল উপহার দেয়ার চেষ্টা করুন, কিন্তু সারপ্রাইজ না কারন সারপ্রাইজ আপনি দিতে পারবেন না। পাঁচ বছর সংসার করার পর আপনার স্ত্রী আপনার বুদ্ধি, বিবেচনা এবং কল্পনাশক্তির শেষ সীমাও ভালমত বুঝে ফেলেছেন। আপনার কোন কিছুই তিনি সত্যিকারভাবে আর সারপ্রাইজড হবেন না, আপনাকে খুশি করার জন্য কিছুক্ষন সারপ্রাইজড হবার অভিনয় করতে পারেন বড়জোর।
যদি বিবাহিতজীবন পাঁচ বছরের নিচে হয়, তাহলেও যে সারপ্রাইজড করতে পারবেনই - সেরকম কোন নিশ্চয়তা নাই। সেটা নির্ভর করে আপনি মানুষ হিসেবে কতটা প্রেডিক্টেবল এবং তিনি কতটা বুদ্ধিমতী সেসবের উপর। তারপরও চেষ্টা করে দেখতে পারেন।
তাকে হুটহাট অনেক কিছুই কিনে দিতে পারেন। স্ত্রী অভিমান করুক বা কিছু না চাইলেও মাঝেমাঝে ফুল তো দিতেই পারেন। গয়না খুব পছন্দের হয়, সেগুলো দিন। পোশাক আশাকের পাশাপাশি ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করুন। মেকআপ কিট, পছন্দের ব্যান্ডের লিপস্টিক, পার্স, সানগ্লাস, হেয়ার স্ট্রেইটনার কিনে দিতেই পারেন যখন তখন বা তার প্রয়োজনে। স্ত্রী আপনার ঘরে ফেরার অপেক্ষা করতে করতে ক্লান্ত, দরজা খুলে আপনার হাতে একগোছা ফুল দেখলে তার মুখের হাসি আপনার সবকিছু ভুলিয়ে দিতে পারবে।মাঝেমাঝে হুট করে ঘুরতে নিয়ে যান।
seeamkhan publisher