বই বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম রকমারিতে কিভাবে নিজের বই বিক্রি করা যায়? শুধুমাত্র তাদের সাথে যোগাযোগ করেই কি করতে হবে নাকি নিজে সেলার একাউন্ট খুলে সেল করা যাবে?
0
0
1 Answers
3.6 K
0
Answered
1 year ago
আপনি যদি বইয়ের প্রকাশক/লেখক হয়ে থাকেন তাহলে রকমারিতে বই বিক্রি করতে পারবেন। তাদের ওয়েবসাইটে Contact পেজ এ গিয়ে প্রকাশক হিসেবে অথবা লেখক হিসেবে আপনি তাদের ওয়েবসাইটের মাধ্যমে বই বিক্রি করতে চান সেভাবে মেসেজ লিখে সেন্ড করে দেন।
তাদের অফিস থেকে কেউ একজন আপনার সাথে যোগাযোগ করে পরবর্তী নির্দেশনা দিবে। সেইমত রেজিস্ট্রেশন করলে তাদের ওয়েবসাইটে বইগুলো সংযুক্ত করতে পারবেন। এবং তারপর রকমারি এর মাধ্যমে আপনার বই বিক্রয় শুরু হবে।
আশাকরি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
anafkhan publisher