ফ্লোরের রং কি?

1 Answers   11 K

Answered 1 year ago

প্রকৃতিতে মৌলিক রঙ নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন কাজ করে। আমিও এর বাইরে নই। যারা রঙ নিয়ে কাজ জানেন বা ছবি আঁকেন তাদের কাছে মৌলিক রঙ তিনটি - লাল, হলুদ ও নীল।

আবার বিজ্ঞানে পড়ানো হয় মৌলিক রঙ তিনটি- লাল, সবুজ ও নীল। এখন প্রশ্ন হচ্ছে সবুজ রঙকে বিজ্ঞানে মৌলিক রঙ কেন বলা হচ্ছে?

সত্যি বলতে সূর্যের আলো হতে পাওয়া প্রতিটি তরঙ্গের রঙই মৌলিক। রঙ মূলত আমাদের মস্তিস্কে তৈরী হয়। আলোক রশ্মির কম্পনের ভিন্নতা আমাদের মস্তিষ্কে ভিন্ন ভিন্ন রঙের জন্ম দেয়। সেই অর্থে সূর্যালোকের লাল রঙের সীমানার ভেতর অসংখ্য লাল রঙ লুকিয়ে আছে যাদের সবগুলোকে এখনো নামকরণ করা হয়নি।

রঙ দেখা সম্পূর্ণই আমাদের মস্তিষ্কের কল্পনা। আমাদের চোখের সংবেদনশীলতা লাল, সবুজ ও নীল রঙের প্রতি বেশি। সেইজন্য বিজ্ঞানের ভাষায় আমরা এই তিনটি রঙকে প্রাথমিকভাবে মৌলিক রঙ বলে থাকি। কিন্তু তারমানে এই নয় যে হলুদ রঙ সৃষ্টিকারী আলোক তরঙ্গগুলো মৌলিক নয়। তড়িৎচৌম্বক বর্ণালীর প্রতিটা দৃশ্যমান তরঙ্গই মৌলিক।

বিজ্ঞানে সাধারণত লাল, সবুজ কিংবা নীল রঙ তিনটিকে মৌলিক রঙ বলা হয় মূলত আমাদের চোখ এবং মস্তিষ্কের কোষগুলোর সংবেদনশীলতার উপর ভিত্তি করেই। সাধারণত রঙধনুতে আমরা নানান রকম রঙের উপস্থিতি দেখতে পাই। তবে রঙধনুতে সবগুলো রঙ কখনোই উপস্থিত থাকেনা। এমনকি ভিন্ন ভিন্ন দিনের রঙধনুতে উপস্থিত রঙের সংখ্যাতেও ভিন্নতা দেখা দিতে পারে।

প্রকৃতিতে রঙের সংখ্যা অসীম এবং সূর্যের বিকিরণ হতে আগত অসংখ্য আলোক তরঙ্গের প্রতিটা রঙই মৌলিক। আমাদের মস্তিস্কের কল্পনা ও দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা মৌলিক রঙ এবং এর সংখ্যা দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করে।

অর্থাৎ পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞানকে সমন্বয় করে বলা হলে, বাস্তবে আমাদের ভৌত জগতে রঙের কোনো অস্তিত্ব নেই। আলো হতে আগত কোনো তরঙ্গই প্রকৃতপক্ষে কোনো রঙকে ধারণ করেনা। আলোক রশ্মিগুলো ধারণ করে শুধু নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক। আলোক তরঙ্গের দৈর্ঘ্য বা কম্পাঙ্কের ভিন্নতা আমাদের মস্তিষ্ককে ভিন্ন ভিন্ন মাত্রায় উদ্দীপ্ত করে প্রকৃতিকে ভিন্ন ভিন্ন রঙের মিশ্রণে রাঙিয়ে তোলে। অর্থাৎ প্রকৃতির প্রতিটা রঙই অবাস্তব এবং কাল্পনিক।

সেইজন্য "মৌলিক রঙ তিনটি" - এটাকে এভাবে চিন্তা না করে বরং "মানব মস্তিষ্কে আলোর প্রতি সংবেদনশীল স্নায়ু কোষের ধরণ তিনটি " এভাবে চিন্তা করলে মৌলিক রঙ নিয়ে কনফিউশন অনেকটা দূর হবে।

এভাবে চিন্তা করাটাই অধিক বিজ্ঞান সম্মত।

Fensi Nahar
fensinahar
312 Points

Popular Questions