Answered 2 years ago
নেয়া যায়। তবে চেক-ইন ব্যাগেজ এ নেয়া যাবে না। অর্থাৎ, যাত্রীদের যেসব ট্রলি, ব্যাগ ইত্যাদি প্লেনের কার্গো চেম্বারে ঢুকে যাচ্ছে, সেখানে নেয়া যাবে না। হ্যান্ড-ব্যাগেজ বা কেবিন-ব্যাগেজ অর্থাৎ যাত্রী তাঁর সাথে করে যেসব ব্যাগ, ব্রিফকেস ইত্যাদি নিয়ে প্লেনে উঠছেন, তাতে করে নেয়া যাবে। চেক-ইন
ব্যাগেজে এলাউ করা হচ্ছে না অথচ হ্যান্ড ব্যাগে এলাউ করা হচ্ছে, এর কারণ,
পাওয়ার ব্যাংকে বার্স্ট করা বা আগুন ধরার প্রবণতা থাকে, spontaneous combust tendency। এবার
যদি এটা প্লেনের কার্গো চেম্বারে থাকে এবং আগুন ধরে যায়, তাহলে সাথে সাথে
বুঝা যাবে না, যখন বুঝা যাবে, ততক্ষণে বড় ধরণের বিপদ ঘটে যেতে পারে। কিন্তু,
যদি প্লেনের ভেতরে এটা যাত্রীর সাথে বা আপার কেবিনে থাকে, আগুন ধরে গেলে,
ধোঁয়াতে বিষয়টা নজরে আসবে এবং প্লেনের ভিতরে যেহেতু fire extinguisher
থাকে, সেজন্য খুব দ্রুত আগুন ধরে যাওয়ার বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার
চেষ্টা করা যাবে। নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবেই পাওয়ার ব্যাংক কে চেক-ইন লাগেজে অনুমতি দেয়া হয় না। কত ক্যাপাসিটির পাওয়ার ব্যাঙ্ক নেয়া যাবে সেটা নিয়েও বিমান সংস্থার নির্দেশ রয়েছে। কাজেই, একবার সংশ্লিষ্ট বিমান সংস্থার সাইটে পাওয়ার ব্যাংকের বিষয়টি দেখে নিলে ভালো হবে।
Rahul publisher