ফ্রী এবং নিরাপদ হওয়া সত্ত্বেও ব্যবহারকারীরা লিনাক্স ব্যবহার না করে উইন্ডোজ ব্যবহার করে কেন?

1 Answers   10.6 K

Answered 3 years ago

ফ্রী ঠিকই কিন্তু ঠিকমত ব্যবহার করতে না পারলে কিছুই পুরোপুরি নিরাপদ নয়। যাই হোক আমি ব্যক্তিগতভাবে উইন্ডজ ব্যবহার করি। লিনাক্স বেজড অপারেটিং সিস্টেম এর দিকে অতটা আগ্রহ বোধ করি না। এর কিছু কিছু কারন রয়েছেঃ


আমি যেসকল সফটওয়ার ব্যবহার করি তার বেশীরভাগই লিনাক্সের জন্য পাওয়া যায় না।

কাজের পাশাপাশি আমি বিভিন্ন গেমস খেলি। আমি যেসকল গেমস খেলি সেগুলো লিনাক্সে পাওয়া যায় না।

লিনাক্স বেজড অনেক অপারেটিং সিস্টেম রয়েছে, এর ভেতর আমার জন্য কোনটা ভাল হবে সেটা আমি আজ পর্যন্ত বুঝিনি।

একবার ভারচুয়াল মেশিনে উবুন্টু ইন্সটল করে কয়েকদিন চালিয়েছিলাম। ইউআই আমার কাছে খুব একটা ইউজার ফ্রেন্ডলি লাগেনি আর এটা আমার বিশেষ কোনও কাজে আসে এরকম মনে হয়নি, কারন আমার কাজের জিনিসগুলো সুধুমাত্র উইন্ডোজেই পাওয়া যায়।

আমার উত্তর পড়ে লিনাক্সের একজন হেটার মনে করতে পারেন। আসলে লিনাক্সের প্রতি আমার কিঞ্চিত অনিহা রয়েছে, এর পেছনে একটা গল্প আছে সেই গল্প এখানে বলতে চাই না অনেকেই বিরক্ত হবেন। মোদ্দা কথা হল আমি যে যে কারনে কম্পিউটার ব্যবহার করি সেগুলো লিনাক্স মেটাতে পারে না।


Hafiza Khatun
hafizakhatun
501 Points

Popular Questions