ফ্রি হিট বলে কট বিহাইন্ড হওয়ার পর স্টাম্পিং হলে কি আউট হবে?
16
0
1 Answers
2.5 K
0
Answered
3 years ago
ফ্রি হিট বলে শুধুমাত্র রান আউট হবে,ক্যাচ আউট, LBW আউট, বোল্ড আউট ইত্যাদি হবেনা. না আউট হবে না। তবে এক ধরনের নো বল আছে যেটা কিপার স্টাম্পের আগে থেকে বল ধরলে হয়। ঐ নো বলের ফ্রি হিটে যদি স্টাম্পিং করা হয়,তবে আউট বলে গন্য হবে।
fahima publisher