Answered 2 years ago
বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং কাজ করার জন্য এন্ড্রোয়েড ফোন বিশেষ গুরুত্বপুর্ন। ক্লায়েন্টের সাথে চ্যাটিং, বিডিং, জব পোষ্ট দেখার জন্য মোবাইল প্রয়োজন, কারণ সব সময় ল্যাপটপ/ডেস্কটপ নিয়ে বসে থাকা সম্ভব নয়। তবে ছোটখাটো অল্প কিছু কাজ মোবাইলে করার যায়, তবে রেট খুবই কম থাকে যা দিয়ে মোবাইল বিল উঠানো কষ্টকর। যারা বলে মোবাইলে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ ইনকাম করবেন, এটা সম্পুর্ন স্ক্যাম। এরা প্রথম দিকে কিছুটা পেমেন্ট করে এরপর পালিয়ে যাবে।
ফ্রীল্যান্সিং এর কাজ গুলো এমন, যে এগুলো আসলে কম্পিউটার/ল্যাপটপ ছাড়া পরিপুর্ন ভাবে শেষ করা অনেক কঠিন। আর বেশিরভাগ কাজই কম্পিউটার/ল্যাপটপ ছাড়া অসম্ভব। তবে কিছু কাজ না শিখে হুট করে কম্পিউটার/ল্যাপটপ কিনে নেয়া সমীচীন নয়।
আমার পরিচিত অনেকেই ফ্রিল্যান্সিং ছেড়ে এসে জবে ঢুকেছে, তারা কাজ পাচ্ছে না। আবার ইন্ডীয়ান একজনের আপওয়ার্ক প্রোফাইলে দেখেছি বাংলা টাকায় (১ ডলার = ১০০ টাকা হিসেবে) ৫৭ কোটি ৩৬ লাখ + ইনকাম করেছে। ফ্রিল্যান্সিং অনেক ধৈর্যের কাজ। লেগে থাকতে হবে সময় দিতে হবে প্রচুর। পর্যাপ্ত পড়াশোনা করে শিখতে হবে কিভাবে কি করতে হয়। পাশাপাশি ইংরেজিতে পারদর্শী হতে হবে।
Minarul publisher