ফ্রিল্যান্সিং কাজের জন্য আপওয়ার্ক-এ প্রোফাইল সক্রিয় (অ্যাক্টিভেট/এপ্রুভ) করার কিছু সেরা টিপস কী?

1 Answers   5.4 K

Answered 2 years ago

এখন আপওয়ার্ক এ নতুন একাউন্ট এ্যাপ্রুভ করানো কিছুটা কঠিন। কারন দক্ষ লোকের চেয়ে আপওয়ার্ক এর একাউন্ট এর সংখ্যা অনেক বেশি। তাই আপওয়ার্ক সব সময় দক্ষ লোক চাই । আপওয়ার্ক কে কিন্তু কোথাও লেখা নাই যে বাংলাদেশ থেকে আপওয়ার্ক এ নতুন একাউন্ট এ্যাপ্রুভ করে না। তাদের নীতিমালা অনুযায়ী আপনি যদি একাউন্ট করেন তাহলে এ্যাপ্রুভ হ্ওয়ার সম্ভাবনা থাকে। কিন্ত অনেকে কাজ জানে না আবার ঠিকমত ইংরেজি পারে না কিন্তু সাবমিট করার সময় য়ে রাখিছে সব পারি এই ধরনের একাউন্ট এ্যাপ্রুভ হ্ওয়ার সম্ভাবনা নেই।

আপওয়ার্ক একাউন্ট এ্যাপ্রুভ করানোর টিপস:

১. সর্ব প্রথম আপওয়ার্ক যোগদান করতে চাইলে আপনাকে সম্পূর্ন কাজ জানতে হবে এবং ৯০ ভাগ হলেও মোটামুটি হবে।

২. আপওয়ার্ক যোগদান এর পূর্বে আপওয়ার্ক এর পলিসি সর্ম্পকে জানতে হবে। এই সর্ম্পকে যদি আপনি জানেন তাহলে আপনার পরবর্তীতে অনেক সুবিধা হবে ।

৩. নতুন একাইন্ট খোলার সময় নিজেকে এক্সপার্ট বা সব জানতা ভাবা যাবে না । কিছু প্রোফাইল ক্যাটাগরি আছে বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট আপনি বিগিনার অথবা ইন্টারমিডিয়েট দিতে পারেন আপনার যোগ্যতা অনুযায়ী।

৪. আপনাকে অবশ্যই ভাল ইংরেজি জানতে হবে। কারন সব কিছু ইংরেজিতে হয়।

৫. সুন্দর করে একটা ওভারভিউ দেবেন। সে ক্ষেত্রে কিছু প্রোফাইল থেকে আইডিয়া নিতে পারেন কিন্তু কিপি করবেন না।

৬. মুখে হাসি থাকবে যাতে আপনাকে প্রফেশনাল মনে হয়। মুখে হাসি নিয়ে একটা প্রোফাইল ছবি দেবেন।

৭. কম করে ১৫-২০ টা আপনার কাজের উদাহরন আপনার পোর্টফলিওতে যোগ করবেন। অবশ্যই সবকিছু আপনার নিজের হয়। অন্যের কোন কিছু কপি করা থেকে বিরত থাকবেন।

৮. শিক্ষাগত যোগ্যতার সর্ম্পকে লিখুন। আপনার কাজের যোগ্যতা অনুযায়ী সার্টিফিকেট যোগ করুন।

৯. সবকিছু খুব ভাল করে রিভিউ করুন।

১০. সাবমিট করুন কিছু দিন সময় নেবে আপওয়ার্ক আপনার প্রোফাইল রিভিউ এর জন্য। রিভিউ হয়ে গেলে আপনাকে ইমেইল করে জানিয়ে দেওয়া হবে।


Tarik Ahmed
tarik006
344 Points

Popular Questions