ফ্রিল্যান্সিং কাকে বলে? ফ্রিল্যান্সিং-এর কাজ করার জন্য কিসের প্রয়োজন?

1 Answers   6.1 K

Answered 2 years ago

ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য আপনাকে প্রথমত সিদ্ধান্ত নিতে হবো আপনার কোন বিষয়ের প্রতি আগ্রহ আছে৷আপনার আগ্রহ কে সব থেকে বেশি প্রাধান্য দিবেন৷কারন ফ্রিল্যান্সিং জগতে অনেকগুলো সেক্টর রয়েছে৷

ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য আপনার দ্বিতীয়ত একটি কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন৷কম্পিউটার বা ল্যাপটপ টি হতে হবে আপনার কাজের উপর ভিত্তি করে৷

আপনার যথেষ্ঠ ধৈর্য্যের প্রয়োজন৷ধৈর্য্যশক্তি না থাকলে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং সম্ভব হবে না৷

আপনার বিষয়ের উপর সঠিক জ্ঞান না অর্জন করে টাকার পিছনে দৌড়াবেন না৷

ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চাইলে আপনার ইউটিউব চ্যানেলে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দিয়ে এনভাইরনমেন্ট গড়ে তুলুন৷এটার সুফল কয়েকমাস পড়ে পাবেন৷

Anika
Anika
297 Points

Popular Questions