ফ্রিল্যান্সিংয়ে সফল হতে ন্যূনতম কত বছর সময় লাগবে?

1 Answers   1.6 K

Answered 2 years ago

কতশত রাত করেছি পার অনিদ্রায়,

কত ধৈর্য ধরেছি ব্যর্থ হয়েছি যতবার,

সফলতাকোন সহজ বিষয় নয়,

আবার একে কঠিন ভেবে করোনা ভয়,

যদি তোমার থাকে ধৈর্য ও অটল ইচ্ছা,

সফলতা পেতে পারো, ভালো কপালে।

ফ্রিল্যান্সিংসহ পৃথিবীর যেকোনো কাজ সহজ নয় আবার কঠিনও নয়। সফলতা অর্জনের জন্য আপনার কঠোর পরিশ্রম করতে হবে। ধৈর্য ধরতে হবে ও হতাশ হওয়া যাবে না।

আমি মনে করি, ফ্রিল্যান্সিং করার আগে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে:—

১) আপনি ছাত্র হলে আগে আপনার পড়াশোনায় মনোযোগ দিন।

২) ফেসবুক ও ইউটিউবে অনেক ধোঁকাবাজ আপনাকে মাসে হাজার হাজার ডলার কামানোর লোভ দেখাবে। বলুনতো, দক্ষতা ছাড়া কে আপনাকে এতগুলো অর্থ দেবে?

৩) পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি ফিলান্সিং করার চেষ্টা করুন।

৪) ইনশাআল্লাহ ভালো দক্ষতা থাকলে টাকা কামাতে পারবেন।


Sopno Sopnil
sopnilsopno
359 Points

Popular Questions