ফ্যান্টাসি কিংডম থিম পার্কে কী কী আছে?

1 Answers   5.8 K

Answered 1 year ago

সম্পর্কিত আপনার বাকেট লিস্টে কী কী আছে? আপাতত আমার কর্তব্য হচ্ছে নিজের বেকারত্ব ঘোচানো। তাই বাকেট লিস্টে প্রথম স্থানে থাকছে আর্থিক ভাবে স্বাবলম্বী হয়ে ওঠার ইচ্ছে। চাকরি পেয়ে অন্তত এক বছর একা একটা বাড়িতে থাকব একদম স্বাধীন ভাবে। Antarctica বেড়াতে যাব। এর জন্য কত খরচ, কিভাবে যাওয়া যায় সব ইতিমধ্যেই খবর নিতে শুরু করেছি। চাকরির প্রথম মাইনে দিয়ে একটা সেলাই মেশিন কিনব। এখন পর্যন্ত হাতে সেলাই করেছি অনেক, কোনোদিন মেশিন ছুঁয়ে দেখিনি। মেশিন থাকলে সেলাই তাড়াতাড়ি হবে। গাড়ি চালানো শিখব। খুব শিগগির। মা আর বোনকে নিয়ে আন্দামান বেড়াতে যাব। এইসব সাজার জিনিস দিয়ে সেজে দেখব মানুষ লাগছে না শাঁকচুন্নি লাগছে। আসলে খুব একটা প্রসাধনী ব্যবহার করিনি কখনও। পার্লারে
Jahid Arif
jahidarif
448 Points

Popular Questions