ফোন ট্র্যাক করলে বাঁচার উপায় আছে কী?

1 Answers   3 K

Answered 2 years ago

প্রশ্নটা পড়ে মনে হচ্ছে পুলিশ আপনার "জানে দুশমন" অথবা আপনি কোনো অপরাধ করেছেন। কারণ, এ ছাড়া পুলিশ আপনার পিছু নেবে কেন অযথা!

প্রশ্নটা যদি এমন হতো, "কোনো দুষ্টু লোক যদি আমার ফোন ট্র্যাক করে তাহলে কীভাবে বাঁচবো?" তাহলেও একটা কথা ছিল। যদিও যেন তেন "দুষ্টু" লোকের কাছে মোবাইল ট্র্যাকার থাকা সম্ভব না। এটা বৈধভাবে কেবল আইনরক্ষাকারী সংস্থা ব্যবহার করে থাকে অপরাধী শনাক্তে। চালু অপরাধীরা এজন্য অপরাধের আগে যোগাযোগের জন্য কম দামি মোবাইল ব্যবহার করে হয়তো, যাতে কাজ শেষে ফেলে দেয়া যায়। ট্র্যাকার দিয়ে ফোন ও সিম দুইটাই ট্র্যাক করা সম্ভব। তাই ওরা ঝামেলা এড়াতে ফোন ও সিম দুইটাই নষ্ট করে ফেলে। আর আধুনিক ফোন চোরেরা তো চুরির পর ফোনের IMEI নাম্বারই বদলে ফেলে। খুবই চিন্তার ব্যাপার! পুলিশ কিছুদিন আগেই এমন একটা চক্রকে ধরেছে। ওদের সাথে মোবাইল সার্ভিসিং করে এমন লোকজনের সাথে যোগাযোগ থাকে যারা অবৈধ ডিভাইস দিয়ে ফোনের আইডেন্টিটি কোড বদলে ফেলে! তাছাড়া শুধু ফোন না, যেকোনো ডিভাইস যা দিয়ে ইন্টারনেট বা অন্য নেটওয়ার্কে সংযুক্ত হওয়া যায় তা ট্র্যাক করা সম্ভব সাধারণত। এক্ষেত্রে ম্যাক ও আইপি অ্যাড্রেস কাজে লাগতে পারে!



Ripon Mollah
riponmollah
502 Points

Popular Questions