Answered 2 years ago
৮০% এর বেশি চার্জ দিলে মোবাইলের কোনো ক্ষতি হয়না।
কিন্তূ
বার বার যদি মোবাইলের ব্যাটারী কে ১০০% চার্জ করা হয় তাহলে ব্যাটারির ক্ষমতা কমে যায়।
হয়তো কয়েক মাস পরে বুঝতে পারবেন মোবাইলের ব্যাটারি ফুল চার্জ করতে গেলে খুব তারা তারি হয়ে যাচ্ছে ।
আবার চার্জ শেষ খুব তারা তারি হয়ে যাচ্ছে।
এতে মোবাইলের ক্ষতি হয়না কিন্তূ ব্যাটারির ক্ষমতা নষ্ট হয়।
ব্যাটারি change করতে হবে।
আর গরম কালে ব্যাটারি ফুল চার্জ করার সময় লক্ষ্য রাখতে হবে মোবাইল যেনো খুব গরম না হয়ে যায়।
তাপের কারণে ব্যাটারি আরো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
আর আগুন লাগার সম্ভাবনা ও থাকে।
rafirayhan publisher