ফোনের গ্যালারি থেকে কোনো কারণ ছাড়াই মাঝে মাঝেই ছবি ডিলিট হয়ে যায় কেন?

1 Answers   11 K

Answered 2 years ago

আপনার ছবিগুলো কি মেমোরি কার্ডে সেভ হয়? যদি ডিফল্ট স্টোরেজ লোকেশন হিসাবে মেমোরি কার্ড সিলেক্ট করা থাকে তবে মেমোরি কার্ডে সেভ হওয়ার কথা। মেমোরি কার্ডটি পাল্টে দেখেন অথবা মেমোরি ছাড়া একটা ছবি তুলেন তারপর দেখেন সেট মেমোরি থেকে ছবি ডিলিট হয়ে যায় কিনা। এরপরও ডিলিট হলে ফোনটাকে একটা রিসেট দেন।

Indila Indira
indilaindira
286 Points

Popular Questions