ফেসবুক মনিটাইজেশন অন করার পরে ব্যাঙ্ক একাউন্ট চেঞ্জ করতে পারবো?
0
0
1 Answers
5.4 K
0
Answered
1 year ago
সম্পর্কিত
কোন ধরনের ব্যাংক একাউন্ট ফেসবুক পেমেন্টের জন্য?
চারটি মাধ্যম ব্যবহার করে আপনি ফেসবুকে পেমেন্ট করতে পারবেন।
১. মাস্টারকার্ড,
২. ভিসা কার্ড,
৩. ইউনিয়ন পে,
৪. আমেরিকান এক্সপ্রেস।
বাংলাদেশের বেশ কিছু ব্যাংক থেকেই আপনি মাস্টারকার্ড বা কিংবা ভিসা কার্ড পেতে পারেন। কিন্তু মনে রাখবেন, যদি আপনার কার্ড এনডোস করা না থাকে তাহলে আপনি ফেসবুক কিংবা ইন্টারন্যাশনালি কোথাও আপনার কার্ডটি ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র দেশেই ব্যবহার করতে পারবেন।
জেনে রাখুন, কার্ড এনডোস করার জন্যে অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে।
fiya publisher