ফেসবুক ব্যবহারকারীর হার আমেরিকার থেকে এশিয়ায় বেশি কেন?

1 Answers   1.5 K

Answered 2 years ago

এশিয়ার ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া ব্যবহারের কুফল এখনো বুঝতে পারছে না।আমাদের গড় বুদ্ধিমত্তা পশ্চিমা কান্ট্রিগুলা থেকে কম।আমরা যেকোনো জিনিস ব্যবহার করতে গিয়ে নিজের কি বিপদ হবে সেটা বুঝি না।আর সোশ্যাল মিডিয়ার মালিকরাও এই স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে টাকা কামিয়ে নিচ্ছে।পত্রিকায় একটা প্রতিবেদনে এরকম পড়েছিলাম-এশিয়া বা আফ্রিকার কান্ট্রিগুলো মোবাইল ব্যবহার করে বিনোদনের জন্য এবং সারাদিনই ব্যবহার করে।আর পশ্চিমারা মোবাইল একটা টুল হিসেবে ব্যবহার করে যা জীবনকে সহজ করে তোলে।পশ্চিমা অনেক সেলিব্রিটিরও দেখছিলাম সোশ্যাল মিডিয়াই অ্যাকউন্ট নেই।আর আমাদেরগুলার সকালই শুরু হয় ফেসবুকে গুড মর্নিং স্ট্যাটাস দিয়ে।পশ্চিমারা হলো রাজা আর আমরা হলাম কনজ্যুমার/কর্মচারী/প্রজা!

Rasel Ahmed
raselahmed
480 Points

Popular Questions