Answered 2 years ago
আমার আজাইরা সব চিন্তাভাবনা থেকে যা মনে হয়, ফেসবুক এর এসব ট্রেন্ড নিয়ে মাথা ঘামানো উচিত না।
আজকে এই ট্রেন্ড তো কালকে অন্যটা চলে আসবে। নতুন কোনোটা আসলে আবার মানুষ পুরোনোটা ভুলে যাবে৷ ফেসবুকের মধ্যে মানুষকে নিয়ে সমালোচনামুলক এসব কন্টেন্ট বানিয়ে অনেকে নিজেকে মিম ক্রিয়েটর মনে করে। অযথা এসবের দিকে নজর না দেওয়াটাই উত্তম।
আর হ্যা, ফেসবুকে কিন্তু "Unfollow" নামেও কিছু অপশন আছে, এটার ব্যাবহার ও কিন্তু করতে পারেন সেসকল কন্টেন্টে। সবচেয়ে ভালো হয় আপনি যদি এসব সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে অন্য কিছুতে যেমনঃ বই পড়া, ছবি তোলা অথবা আপনার শখের উপর মনোযোগ দিন। কেননা ফেসবুকের বিস্তারটা অনেক বড় সকলকে থামানোটা একটু জটিলই। এজন্য নিজেকেই ঐসব থেকে বের করে নিয়ে আসুন না
shuvokumar publisher