ফেসবুক কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে/ ফেসবুকের মতো বড় বড় সাইট?

1 Answers   12.5 K

Answered 2 years ago

ফেসবুক প্রথমেই PHP নামক সার্ভার-সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি হয়েছে। সাথেই জাভাস্ক্রিপ্ট এবং HTML, CSS ব্যবহার করা হয়। পরবর্তীতে ফেসবুক আরও কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, যেমন C++, Java, Python ইত্যাদি। এছাড়াও, ফেসবুক একাধিক প্রোডাক্ট ও ওপেন সোর্স প্রজেক্ট সমর্থন করে এবং বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে

Indila Indira
indilaindira
286 Points

Popular Questions