Answered 2 years ago
প্রথমে আপনাকে ধন্যবাদ যে আপনি ফোন এর মারাত্মক সময় অপচয় এবং এর ভয়াবহতা অনুধাবন করতে পেরেছেন। ফেসবুক ইউটিউব মূলত আপনার মন নিয়ে খেলে, তাদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বট গুলো সেসব কনটেন্ট আপনার সামনে নিয়ে আসে যেগুলো আপনি দেখতে পছন্দ করবেন।
Google play store phone addiction লিখে সার্চ করুন অনেক অ্যাপ পাবেন যা আপনাকে ফোন অ্যাডিকশন থেকে বাঁচাতে সাহায্য করবে। এর পরেও ব্যাপারটি আপনার ইচ্ছার উপর থেকে যায়।
কারণ, আপনি অ্যাপটি আন ইনস্টল করে পুনরায় ব্যবহার করতে পারেন। এজন্য মনের ইচ্ছাশক্তি নিয়ন্ত্রণ করতে হবে, যখন যা ইচ্ছা তা করা যাবে না।
Alia Khatun publisher