Answered 2 years ago
খুব সহজ প্রশ্ন ভাই। থার্ড ক্লাস কন্টেন্ট তৈরি করবেন, অথবা নেগেটিভ কিছু করবেন। তাইলে দেখবেন রাতারাতি জনপ্রিয় হবেন, ভাইরাল হবেন। থার্ডক্লাস কন্টেন্টে বাংলাদেশের মানুষ বেশি মজা পায়।
বামদিকের ছবিতে দেখেন, বিশ্বকাপের সময় উনাকে ফলো করতাম, মোটামুটি ইউনিক ও ফানি কন্টেন্ট দিতো, কিন্তু জনপ্রিয়তার কারণে উনার মাথায় গুবর ঢুকে যাওয়ায় উনি কন্টেন্টের নামে মানুষকে সিগারেট খাওয়াচ্ছে!!
সবচাইতে আশ্চর্যের কথা হচ্ছে, মিলিয়ন মিলিয়ন মানুষ উনার এগুলা দেখে মজা পাচ্ছে!! মানে যারা ভিডিওগুলা দেখে উনাদের অধিকাংশ মানুষের কাছে বিড়ি সিগারেটের এভাবে প্রকাশ্যে প্রচারণায় কিছুই আসে যায় না!! সবাই বিনোদন নিচ্ছে! অথচ ফেসবুক এখন স্কুলের বাচ্চারাও প্রয়োজনে, অপ্রয়োজনে ব্যবহার করে।
আমি যতটুকু জানি, কোনো মিডিয়া কন্টেন্টে চরিত্রের প্রয়োজনে এসব দেখানো যায়। কিন্তু এই ভাইয়াটির এভাবে প্রকাশ্যে এইগুলা প্রচারণা করার উদ্দেশ্য আমার জানা নাই।
তাও কোনো কারণ ব্যতীত।
ছবির ডানপাশের ভাইয়া হচ্ছেন, বুয়েটের শিক্ষক ও কন্টেন্ট ক্রিয়েটর এনায়েত চৌধুরি। উনার মতো হতে যাইয়েন না। রাতারাতি জনপ্রিয় হতে পারবেন না। কারণ, উনি সমসাময়িক বিভিন্ন তথ্য ও গঠনমূলক আলোচনা করেন।
বুঝেছেন???
jahidarif publisher