Answered 2 years ago
সোস্যাল মিডিয়া জগতের জনক বলতে পারেন ফেসবুককে। কিন্তু এই প্রশ্নটা অবান্তর যে এর বিকল্প কেন তৈরি হচ্ছে না!
বিকল্প বলতে যদি বলেন জমজ বা ক্লোন ! তবে আমি আপনার সাথে একমত। হুবহু দেখতে অন্য কোন মিডিয়া এখানে স্থান পাবে না। আপনি ই ব্যবহার করবেন না। কেননা, একই দেখতে কিন্তু ফেসবুকের ফিচার বেশি, সার্ভিস বেশি। কারন তাদের ডেভ্লপার বেশি, মাথা খাটানো বেতন ভুক্ত কর্মচারী বেশি।
যদি আসেন এখন ভিন্ন দেখতে কিন্তু একই রকম সার্ভিস দিচ্ছে এমন মিডিয়ার কাছে। তবে Linkedin এর দিকে তাকান। অনেকটা একই রকম, একই সুবিধা, সমস্যা হচ্ছে এটা ব্যবহার করা মানুষজন সব কর্পোরেট জগতের। ব্যবসায়িক মানুষজন বেশি ব্যবহার করে।
অপর দিকে যদি জনপ্রিয়তার দিকে তাকান, তবে আমাদের দেশে ফেসবুক অনেক কিছু হলেও, পাশের দেশ ভারত সহ ইউরোপ, ইউ এস এ তে টুইটার এর জনপ্রিয়তা বেশি ফেসবুকের থেকে। সেলিব্রেটিরা সব টুইটার ব্যবহার করে। টুইটারের জনপ্রিয়তা ভারতে সব থেকে বেশি।
ইনেস্টাগ্রাম সমগ্র দুনিয়াতে জনপ্রিয় সোস্যাল মিডিয়া। এর ট্রাফিক সব সময় একই রকম থাকে দুনিয়া ব্যাপি।
সোশ্যাল মিডিয়া হিসেবে ফেবুকের প্রতিদ্বন্দ্বী হচ্ছে টুইটার। কিন্তু কোম্পানী হিসেবে ফেসবুক তার প্রতিদ্বন্দ্বী মনে করে গুগলকে।
ব্লগস্পট কে টেক্কা দিতে পেইজের থিম পরিবর্তন করে ওয়েব পেইজের আদলে নিয়ে আসছে।
ইউটিউবকে টেক্কা দিতে ভিডিও ট্রিমিং চালু করেছে।
google Ads কে ধরতে ফেসবুক এডস
Adsense এর বিকল্প ইন্সট্যান্ট আরটিকেল
তারপর গেম এপ্লিকেশন হাবিজাবি ইত্যাদি তো আছেই।
rahatahmed publisher