Answered 2 years ago
বুঝাগেল আপনি এটা অধিক পরিমাণে খেয়েছেন। আর আপনার এ বদ অভ্যাসটা এক দিন দুইদিনে হয়নি।
আচ্ছা প্রথম প্রথমই কি আপনি এতটা আসক্ত ছিলেন? ছিলেন না। কৌতূহল বশত খেয়ে দেখেছেন। তারপর কিছু দিন হয়ত খাননি, পরে আবার খেয়েছেম। আজকের মত এতটা আসক্তি ছিল না। তো আপনার এই আসক্তিটা যেমন একদিনে তৈরী হয়নি, তাই এই আসক্তিটা একদিনে চলেও যাবে না।
তার জন্য আপনি কী করতে পারেন? আপনি অনেক পদক্ষেপই নিতে পারেন।
আপনার বন্ধুদের মধ্যে যারা এ ধরনের নেশা করে আপনি তাদের সঙ্গ ত্যাগ করুন।
একাকী থাকবেনধ না, আপনি কোন ব্যস্ততম কাজে নিজেকে ব্যস্ত রাখুন।
এর কুফলগুলো সম্পর্কে ধারণা রাখুন।
নেশা করা যে হারাম আর যে হারাম খায় তার পরিনাম সম্পর্কে জানুন।
কোন রিহ্যাবে ভর্তি হোন।
আর সবচেয়ে কার্যকরী মাধ্যম হলো নিজের ইচ্ছা শক্তি, আপনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হোন, আর ভবিষ্যতে যদি খেয়ে ফেলেন এর জন্য নিজে নিজে একটা শাস্তির সিস্টেম তৈরী করুন। আর এর জন্য আল্লাহর কাছে দোয়া করুন।
মোদ্দাকথা হলো, পরিবারকে সময় দিন। ভালো কাজে সময় ব্যায় করুন। অপ্রয়োজনে বাহিরে যাবেন না বলতে কম যাবেন। খারাপ বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ রাখুন।
ইনশা আল্লাহ আপনি ফিরতে পারবেন।
Sagor Ahmed publisher